১৯২১ ইং সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ের জমির পরিমান মোট ৬১ শতাংশ। বিদ্যালয়টি দ্বিতল ভবন।
১৯২১ সালের পূর্বে বাষ্টিয়ার এক জমিদার অতুল চন্দ্র ভৌমিক বিদ্যালয়টির জমি মৌখিক ভাবে দান করেন। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন হয়।
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ২১ |
প্রথম শ্রেণী | ৪৭ |
দ্বিতীয় শ্রেণী | ৪৬ |
তৃতীয় শ্রেণী | ৪৬ |
চতুর্থ শ্রেণী | ৪৩ |
পঞ্চম শ্রেণী | ৩৭ |
সর্ব মোট | ২৪০ |
মোঃ আওলাদ হোসেন সভাপতি মোঃ রওশনারা বেগম সদস্য মোঃ সাহেব আলী ইউপি সদস্য মোঃ শামীম খান বিদ্যোৎ মহিলা মোঃ মোজাম্মেল দেওয়ান নুরজাহান বেগম পারুল বেগম মোঃ বিল্লাল হোসেন মিজানুর রহমান জেসমিন পারভীন রাজা মিয়া সদস্য সচিব |
২০০৭ - ১০০%
২০০৮ - ১০০%
২০০৯ - ৯২%
২০১০ - ১০০%
২০১১ - ৯৭%
ট্যালেন্টপুল সাধারণ সাল সংখ্যা
০১ ০২ ২০০৭ইং ৩
২০০৯/২০১০/২০১১ইং সালে ফুটবল খেলায় উপজেলা চ্যাম্পিয়ন ২০১০/২০১১ ইং সালে জেলা চ্যাম্পিয়ন।
ঢাকা-আরিচা মহাসড়কের পুখরিয়া স্টেশন থেকে উত্তর দিকের রাসত্মা দিয়ে বিদ্যালয়ে আসতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস