বিদ্যালয়টি ২৬.৭৫ জমির উপর প্রতিষ্ঠিত। বর্তমান ভবন সংখ্যা ২টি ১নং ভবনটি জমির পূর্ব সীমানায় উত্তর দক্ষিনে ৬০ ফুট লম্বা এবং ২০ ফুট চওড়া। বারান্দার পরিমান ৪৪ফুট´৭ফুট। ১নং ভবনে ৪টি কক্ষআছে। যার মধ্যে তিনটি শ্রেণিকক্ষও ছোট একটি অফিস কক্ষ। শ্রেণী কক্ষের পরিমাপ ২২ফুট´৮ফুট।ভবনটির অবস্থা জরাজীর্ণ ভবনের টিনের চালা দিয়ে বৃষ্টির দিনে অবিরাম বৃষ্টি পড়ে যা শ্রেণী পাঠদানে বিঘ্ন সৃষ্টি করে আসছে। স্বাভাবিক বর্ষায়ই ভবনে পানি উঠে যায়। ২নং ভবনটি ১নং ভবনের উত্তর পার্শ্বে পূর্ব পশ্চিমে লম্বা ২ কক্ষবিশিষ্ট ১ তলা বিল্ডিং এর দৈর্ঘ্য ৫২ফুটপ্রস্থ ২০ফুট। ভবনটি ২নং ভবনটি ২০০৭/২০০৮ ইং অর্থ বছরে PEDP-2 এর আওতায় নির্মিত।
মরহুম আলহাজ এ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের মাতা মরহুম আক্তারা খাতুন ২১/০৫/১৯৫৭ইং তারিখে ও ২০/০৫/১৯৫৮ ইং তারিখে দান পত্র দলিলমূলে বিদ্যালয় গৃহ নির্মানের জন্য ২৬.৭৫ শতাংশ জমিদান করেন। মরহুম আক্তার খাতুনের ২য় পুত্র মরহুম এ্যাডভোকেট খোন্দকার আনোয়ার হোসেন তৎকালীন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় তার মাতার দানকৃত জমিতে চৌচালা টিনের ঘর তুলে বিদ্যালয়ের কার্যক্রম শুরম্ন করেন। ১৯৫৯ সনে ঝড়ে স্কুল গৃহটি বিধ্যস্তহয়ে যায় এতে বেশ কিছুদিন বিদ্যালয়ের কার্যক্রম স্থগিত থাকে। ১৯৬০ সনের শেষের দিকে আবার ঘর তোলা হয়। মলি বাঁশের বেড়া বিশিষ্ট টিনের চৌচালা ঘর তোলে ১৯৬১ ইং সনে ১লা জানুয়ারী থেকে পুরোদমে বিদ্যালয়ের কার্যক্রম শুরুহয়। পরিশেষে ১৯৭৩ ইং সনে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়।
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ৩২ |
প্রথম শ্রেণী | ৩৩ |
দ্বিতীয় শ্রেণী | ৩৬ |
তৃতীয় শ্রেণী | ৩৩ |
চতুর্থ শ্রেণী | ২৭ |
পঞ্চম শ্রেণী | ১৮ |
সর্ব মোট= | ১৭৯জন |
বেগম সাহেরা হোসেন সভাপতি মোঃ আতিকুর রহমান শওকত সহ সভাপতি এ্যাডঃ খোন্দকার দেলোয়ার হোসেন বিদ্যোৎসাহী পুরুষ মৃত আলহাজ এ্যাডঃ খোঃ দেলোয়ার হোসেন দাতা সদস্য পারভিন বেগম নির্বাচিত মেধাবী সদস্যা মতিয়ার রহমান নির্বাচিত সাধার অভিঃ সদস্য আবুল কালাম সদস্য মোঃ আলীম উদ্দিন সদস্য রোকেয়া বেগম সদস্য মোঃ তৈয়ব আলী সদস্য মোঃ আঃ রহমান শিক্ষক প্রতিনিধি নির্বাচিত সদস্য নাজমা খানম পদাধিকার বলে সদস্য সচিব। |
২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ৮৬% ২০১০ - ৮১% ২০১১ - ১০০% |
২০১০ সনে সাধারন বৃত্তি ১ টি
ভাল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস