বিদ্যালয়টি টিনসেড আধা পাকা সামনে টিনের বারান্দা বিশিদক্ষিণ মুখী। তিনটি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ বিদ্যমান। সামনে একটি খেলার প্রশস্থ মাঠ রয়েছে। এর পিছনের দিকে রয়েছে বিস্তৃর্ণ ফসলের মাঠ। সম্মুখে রয়েছে বিশ কয়েকটি কাঠ গাছ যা ছাত্র-ছাত্রীদের গ্রীষ্মকালীন তাপদাহ থেকে রক্ষা করে। উত্তর পার্শ্ব দিয়ে রাসত্মা রয়েছে ছাত্র-ছাত্রী ও লোকজন চলাফেরা করে। এই বিদ্যালয়টি গ্রামের পূর্ব পার্শ্বে অবস্থিত। উপজেলা হতে প্রায় ১০/১২ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থিত। |
১৯০৫ সনে ৩ জন শিক্ষক, কিছু সংক্যক ছাত্র/ছাত্রী সংগ্রহ করে নিজ টাকা কিছু জায়গা ক্রয় করে ছোট একখানা টিনের ঘর তোলে পাঠদান কাজ পরিচালনা করে। পরবর্তীতে কয়েকজ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে ২৯ শতাংশ জায়গা দান করে বড় একটি টিনের ঘর তোলে। ১৯৭৩ ইং সনে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। অনেক বছর অতিবাহিত হওয়ার পর এটি নদীর তীরে অবস্থিত হওয়ায় স্থান সংকুলান না হওয়ায় অন্যত্র স্থানামত্মরের একামত্ম প্রয়োজন হয়। অবশেষে স্থানীয় ব্যক্তিবর্গের অনুদানে ৮১ শতাংশ জমির উপর ১৯৯০ সনে সরকার কর্তৃক আধা পাকা বিল্ডিং নির্মান করা হয়। বর্তমানে এটির ৩টি শ্রেণী কক্ষ এবং ১টি অফিস কক্ষ আছে। বর্তমানে অনুমোদিত শিক্ষকপদের সংখ্যা ৪ জন কর্মরত ৩ জন। প্রধান শিক্ষক পদ শূন্য আছে। |
শ্রেণী শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী | ছাত্র-ছাত্রী সংখ্যা ২৯ জন ৩৩ জন ২২ জন ২৬ জন ৩০ জন ১১ জন |
মোঃ আব্দুল হক দেওয়ান মোঃ আতোয়ার রহমান মোঃ মোসেলেম উদ্দিন আঃ হানিফ ইউপি সদস্য মোঃ বিলস্নাল হোসেন মোঃ গোলজার আলী লাইলী বেগম সালেহা বেগম ফাহিমা বেগম ফাহিমা বেগম নাসির উদ্দিন মোঃ আঃ হাই | সভাপতি সহ সভাপতি দাতা সদস্য সদস্য অভিভাবক সদস্য বিদ্যোৎসাহী সদস্য মেধা অভিভাবক সদস্য মহিলা অভিভাবক সদস্য মহিলা অভিভাবক সদস্য মেধা অভিভাবক সদস্য শিÿক প্রতিনিধি সদস সচিব |
সাল ২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | অংশ গ্রহণকারীর সংখ্যা ৭ ২৬ ২০ ২৪ ২০ | পাশ ৭ ২৫ ৭ ১৭ ১৯ |
২০০৬ইং সনে সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ১ জন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১১ সনে ৯৫% পাশ
দুর্গম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস