বিদ্যালয়ের জমির পরিমাণ ৩৩ শতাংশ। জমিদাতা সুখোময়ী সরকার। বর্তমানে বিদ্যালয়ে একটি আধাপাকা ভবন আছে। বিদ্যালয়ের কক্ষ সংখ্যা ৪টি। সামনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে৫ম শ্রেণী পর্যন্ত মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮৯জন। কর্মরত শিক্ষক ২জন।
১৯২২ইং সনে বিদ্যালয়টি স্থাপিত হয়। স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। এবং শিক্ষকদের চাকুরী সরকারী করণ করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী |
১ | চিত্তরঞ্জন সকার | সভাপতি | অভিভাবক |
২ | নরেশ চন্দ্র সরকার | সহ সভাপতি | জমিদাতা |
৩ | জাহানারা মধু | সদস্য | বিদ্যোৎসাহী |
৪ | সুভাষ চন্দ্র মন্ডল | ,, | উ.বি.শিক্ষক |
৫ | সেলিনা আক্তার | ,, | অভিভাবক |
৬ | মোঃ আকতার হোসেন | ,, | বিদ্যোৎসাহী |
৭ | বিলকিস আক্তার | ,, | অভিভাবক |
৮ | জ্যোতিষ চন্দ্র সরকার | ,, | ইউ,পি,মেম্বার |
৯ | মোঃ মন্টু মিয়া | ,, | অভিভাবক |
১০ | চন্দন কুমার রায় | ,, | শিক্ষক প্রতিনিধি |
১১ | গুরুদাস সরকার | সদস্য সচিব | ভা,প্রধান শিক্ষক |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
২০১০ | ২১ | ২১ | ১০০% |
২০১১ | ২৪ | ২৪ | ১০০% |
২০১২ | ১১ | ১১ | ১০০% |
২০১৩ | ১৯ | ১৮ | ৯৫% |
২০১৪ | ১৯ | ১৯ | ১০০% |
সন | ট্যালেন্টপুল বৃত্তি | সাধারণ বৃত্তি | মন্তব্য |
২০১০ | - | ১ | |
২০১১ | - | - | |
২০১২ | - | - | |
২০১৩ | - | - | |
২০১৪ | - | - |
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% অর্জিত হয়েছে।
সুসজ্জিত শ্রেণীকক্ষ,ছাত্রছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি , সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% ধরে রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা। মিড ডে মিল চালু করা সহ বিদ্যালয়টিকে এক শিফটে পরিচালনা করা।
বিদ্যালয়টি গ্রামের দূর্গম এলাকায় ইহা ঘিওর উপজেলা হইতে ১৩কি.মি.দক্ষিনে তরা বাসট্যান্ড থেকে ৮কি.মি. দক্ষিনে সরূপাই বাজার, সরুপাই বাজার হইতে ০২ কি.মি দক্ষিণ পূর্ব দিকে বিদ্যালয়টি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস