বিদ্যালয়টি ১৯৯০ সনে প্রতিষ্ঠিত হইয়া ০১-০১-১৯৯৬সনে নিম্ন মাধ্যমিক স্তরে স্বীকৃতি পায়। ০১-০৪-১৯৯৯ খৃ: তারিখে এম পিও ভুক্ত হয়ে ০১-০১-২০১০ ইং তারিখে মাধ্যমিক স্তরে স্বীকৃতি প্রাপ্ত হয়।
মৌহালী এম.বি.এস.ক্লাবওস্থানীয় শিক্ষানুরাগী এবং সমাজ সেবকদের উদ্যেগে উক্ত বিদ্যালয়টি মৌহালী গ্রামে প্রতিষ্ঠিত হয়। ০১-০১-১৯৯৫খৃ:তারিখ হইতে বিদ্যালয়টি প্রাথমিক অনুমতি প্রাপ্ত হইয়া ০১-০১-১৯৯৬ খৃ: তারিখ হইতে নিম্ন মাধ্যমিক স্তরে স্বীকৃতি লাভ করে। ০১-০৪-১৯৯৯ খৃ: তারিখে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভুক্ত হয়। ০১-০১-২০০৬ তারিখ হইতে নবম শ্রেণীর পাঠ দানের অনুমতি প্রাপ্ত হইয়া ০১-০১-২০১০ তারিখ হইতে মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে।বিদ্যালয়টি সুযোগ্য প্রধান শিক্ষক ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা সুষ্ঠও সুন্দর ভাবে পরিচালিত হইয়া আসিতেছে। |
|
মৌহালী এম.বি.এস.ক্লাবওস্থানীয় শিক্ষানুরাগী এবং সমাজ সেবকদের উদ্যেগে উক্ত বিদ্যালয়টি মৌহালী গ্রামে প্রতিষ্ঠিত হয়। ০১-০১-১৯৯৫খৃ:তারিখ হইতে বিদ্যালয়টি প্রাথমিক অনুমতি প্রাপ্ত হইয়া ০১-০১-১৯৯৬ খৃ: তারিখ হইতে নিম্ন মাধ্যমিক স্তরে স্বীকৃতি লাভ করে। ০১-০৪-১৯৯৯ খৃ: তারিখে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভুক্ত হয়। ০১-০১-২০০৬ তারিখ হইতে নবম শ্রেণীর পাঠ দানের অনুমতি প্রাপ্ত হইয়া ০১-০১-২০১০ তারিখ হইতে মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে।বিদ্যালয়টি সুযোগ্য প্রধান শিক্ষক ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা সুষ্ঠও সুন্দর ভাবে পরিচালিত হইয়া আসিতেছে।
১। জনাব,মো: হাবিবুর রহমান
২। জনাব,মো:কেবারত আলী
৩। জনাব,মো:মজিবর রহমান
৪। জনাব, চন্দন সাহা
৫। জনাব,মো: আবুল কাশেম
৬। জনাব,মো: মোশারফ হোসেন
৭। জনাব,মো: সুলাইমান
৮। জনাবা, জরিনা বেগম
৯। জনাব,মো: আক্কাস আলী
১০। জনাব,মো: রমজান আলী
১১। আলোরানী বসু
১২। প্রধান শিক্ষক (এইচ.এ.কে.এম.রেজাউল করিম)
জে.এস.সি সন পরীক্ষার্থী পাশ হার ২০১০ ৫০ ২৬ ৫২% ২০১১ ৪৮ ৩৪ ৭০.৮%
|
এস.এস.সি সন পরীক্ষার্থী পাশ হার |
২০০৮ ০৭ ০৬ ৮৫.৭% ২০০৯ ৩৭ ২৮ ৭৫.৬৭% ২০১০ ৪১ ১৫ ৩৬.৫৮% ২০১১ ৪৮ ৪৪ ৯১.৬৭% |
২০১০ সনে জুনিয়র বৃত্তি ০১ জন
ঢাকা আরিচা মহাসড়কের বরংগাইল বাসষ্ট্যান্ড হইতে ০৩-০৪ কি.মি. উত্তর পশ্চিমে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস