কেল্লাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই গ্রামে অবস্থিত। জমির পরিমান ৩৩ শতাংশ। ৪ কক্ষ, বিশিষ্ট ১টি একতলা ভবন। যার দৈর্ঘ্য- ৮০ফুট, প্রস্থ-২০ফুটএবং ৬ফুটবারান্দা রয়েছে। বর্তমানে ৪ জন দক্ষশিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত।
বৃটিশ আমলে এলাকার অজ্ঞতা, নিরক্ষরতা দুরী করনের লক্ষ্যকেল্লাই নিবাসী মহসিন উদ্দিনের বাড়ীতে বাংলাঘরে এক পাঠশালা চালু হয়। তাঁর মৃত্যুর পর তার জামাতা উক্ত পাঠশালায় পাঠদান কার্য পরিচালনা করেন। হঠাৎ ঝড়ে পাঠশালাটি ভেঙ্গেঁ যায়। পরবর্তীতে সেটি আর কেউই মেরামত করেন না। এতে এলাকায় আবার অজ্ঞতার অন্ধকার নেমে আসে। অতঃপর বিষয়টি উপলব্ধি করে মহসীন সাহেবের ২য় পূত্র জনাব মোঃ আব্দুস ছালাম এলাকার কিছু হিতৈষী ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে ১৯৬৯ খ্রিঃ ৩৩ শতাংশ জায়গার উপর ৪ কক্ষবিশিষ্ট ৪৪ হাত লম্বা ১০র্ টিনের একটি চৌচালা ঘর স্থাপন করেন। এবং এর নাম দেন কেলস্নাই প্রাথমিক বিদ্যালয়। এতে জমিদান করেন জনাব ছালাম সাহেব তাঁর না বালক পুত্রদের পক্ষ) ২৬ শতাংশ এবং গোলা বক্স সাহেব ০৭ শতাংশ। এই মোট ৩৩ শতাংশ জায়গার উপর বিদ্যা স্থাপিত বিদ্যালয়টি বেসরকারি ভাবে ৪ জন শিক্ষক দ্বারা চলতে থাকে। ছাত্র সংখ্যা ছিল প্রায় ১০০-১১৫ জন। প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেনমোঃরশিদ আলম পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষনায় ১৯৭৩ সালে বিদ্যালয়টিকে জাতীয়করন করা হয়। তখন থেকে এটি কেল্লাই সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী |
১ | এস,এ,কে আব্দুল্লাহ | সভাপতি | জমিদাতা |
২ | মোঃ ময়ান উদ্দিন | সহ: সভাপতি | অভিভাবক |
৩ | আ.স.ম ফজলুল হক | সদস্য | বিদ্যোৎসাহী |
৪ | মোঃ আব্দুল রউফ মোল্লা | ,, | ওয়ার্ড মেম্বার |
৫ | মুক্তারুন্নাহার | ,, | শিক্ষক প্রতিনিধি |
৬ | আমেনা বেগম | ,, | বিদ্যুৎসাহী |
৭ | হোসনআরা বেগম | ,, | অভিভাবক |
৮ | গৌরী রাণী ঘোস | ,, | ,, |
৯ | ভবেশ রাজবংশী | ,, | ,, |
১০ | মোঃ সিরাজুল ইসলাম | ,, | শিক্ষক প্রতিনিধি |
১১ | লুৎফুন্নাহার | সদস্য সচিব | প্রথান শিক্ষক |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার | মন্তব্য |
২০১০ | ২২ | ২১ | ৯৬% | |
২০১১ | ২৪ | ২৪ | ১০০% | |
২০১২ | ২১ | ২১ | ১০০% | |
২০১৩ | ৩৮ | ৩৮ | ১০০% | |
২০১৪ | ২১ | ২১ | ১০০% |
২০০৮ সালে সাধারন গ্রেড ১ জন
২০০৯ সালে ট্যালেন্টপুল ১ জন
২০১০ সালে সাধারন গ্রেড ১জন
২০১২সালে ট্যালেন্টপুল বৃত্তি ১জন
স্কুল ড্রেস ১০০% নিশ্চিত করা হয়েছে। বাগান করন সহ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নীত করন। ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগতিয় অংশ গ্রহণ (ইউনিয়ন- জেলা পর্যায়ে এবং সাফল্য অর্জন।
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক । প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% অর্জিত হয়েছে।
সুসজ্জিত শ্রেণীকক্ষ, উপস্থিতি ১০০% এ উন্নিত করা , সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% ধরে রাখাসহ প্র্রতিবছর বৃত্তি অব্যাহত রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা। আর এসব বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি নতুন ভবন।
বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা সুগম। উপজেলা হেড কোয়াটার থেকে বিদ্যায়টির দুরত্ব ১৫ কিলোমিটার। যে কোন যান বহনে বিদ্যায়টিতে আনায়াসে যাতায়াত করা যায়।
ক্রমিক নং | নাম | ফলাফল | মন্তব্য | |
১ | মোঃ রাজু আহমেদ | ৫.০০ | ||
২ | সুব্রত রাজবংশী | ৪.৮৩ | ||
৩ | মোঃ আতিক হাসান | ৪.৮৩ | ||
৪ | ছাব্বির রহমান | ৪.৭৫ | ||
৫ | হৃদয় রাজবংশী | ৪.৭৫ | ||
৬ | এ্যানি আক্তার | ৪.৪২ | ||
৭ | কবিতা রাজবংশী | ৪.৩৩ | ||
৮ | বৃষ্টি আক্তার | ৪.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস