বিদ্যালয় টি ঘিওর উপজেলাধীন ঘিওর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয় টি একতলা ভবন। ভবনের ৩টি শ্রেণী কক্ষ এবং ১ টি অফিস কক্ষ। একটি টিনের ঘর চার কক্ষ বিশিষ্ট ব্যবহারের অযোগ্য হিসেবে আছে। শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যমত্ম বিদ্যালয়টিতে লেখা পড়া করানো হয়। |
কৃষ্ণপুর গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের আগ্রহ উদ্দীপনায় তৎকালীন গ্রামের গোলাপনগর নামক স্থানে সকলের সহযোগীয় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য টিননের চার চালা ঘর নির্মান করেন। সেখানে পঞ্চানন সাহা (পন্ডিত) বিনা বেতনে ছেলেমেয়েদের লেখা পড়া শুরু করেন। বিদ্যালয়ে মোট জমির পরিমান ৩৩। ১৯৭৩ সালে বিদ্যালয় সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। এবং ঘিওর উপজেলার বিদ্যালয়ের ক্রমিক নম্বর হয়-৪ বিদ্যালয় টি বর্তমানে B গ্রেড ভুক্ত আছে। |
শ্রেণী | জন |
শিশু শ্রেণী | ২৭ |
প্রথম শ্রেণী | ৭৫ |
দ্বিতীয় শ্রেণী | ৭০ |
তৃতীয় শ্রেণী | ৮৪ |
চতুর্থ শ্রেণী | ৬৩ |
পঞ্চম শ্রেণী | ৫৯ |
মোঃ আব্দুর রহমান সভাপতি মহ্সিন উদ্দিন আহম্মেদ সহ সভাপতি মোঃ জিন্নত আলী ইউপি সদস্য আফরোজা খানম শিক্ষানুরাগী সদস্য মোঃ জহিরম্নল ইসলাম মেধা অভিভাবক সদস্য রুমা আক্তার সাধারন অভিঃ সদস্য সনকা রাণী সাহা সাধারন অভিঃ সদস্য তৈয়ব আলী সাধারন অভিঃ সদস্য নজুমুদ্দিন মোলস্না সাধারন অভিঃ সদস্য জাহানারা আক্তার শিক্ষক প্রতিনিধি সদস্য আলেয়া খানম সদস্য সচিব |
সাল ভর্তিকৃত অংশ গ্রহণ পাশ ফেল ২০০৭ ৪৪ ৪৪ ৩৮ ০৬ ২০০৮ ৫০ ৪৭ ৪৪ ০৩ ২০০৯ ৩৮ ৩৮ ২০ ১৮ ২০১০ ৩৭ ৩৩ ২৩ ১০ ২০১১ ৩২ ২৯ ২৯ |
১৯৮৮ সাধারন বৃত্তি ১ জন |
২০১১ সালে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট খেলায় ইউনিয়নে রানার্সাপ হয়েছে। তাছাড়া প্রতি বছরই ইউনিয়নের ক্রীড়া প্রতিযোগীতায় ৫টি/৭টি পুরস্কার পেয়ে থাকে। |
বিদ্যালয় হতে উপজেলার দুরত্ব প্রায় ৩ কিঃ মিঃ পায়ে হটে বা রিক্সায় যেতে হয়। জেলায় যেতে ভারী যান বাহনে যেতে হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস