৩২ নং গাংডুবী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার নালী ইউনিয়নের গাংডুবী গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের জমির পরিমাণ ১৪৬ শতাংশ। জমিদাতা পরান চন্দ্র সরকার, বিশু চরণ সরকার, হেমন্ত কুমার মন্ডল, হরিদাস সরকার। বর্তমানে বিদ্যালয়ে একটি পাকা ভবন আছে। এবং ১টি টিনসেট ঘর আছে। বিদ্যালয়ের কক্ষ সংখ্যা ৬টি। পূর্ব পাশে একটি খেলার মাঠ আছে।
এলাকার জনগনের উদ্যোগে ১৯৩৮ খ্রিঃ এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালে এটি জাতীয়করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারী করণ করা হয়।
কমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | বাবু সুনীল কুমার সরকার | সভাপতি | দাতা | |
২ | মোঃ চাঁন মোল্লা | সহ: সভাপতি | অভিভাবক | |
৩ | মোঃ আফতাব উদ্দিন | সদস্য | বিদ্যোৎসাহী | |
৪ | মোঃ নাজিম উদ্দিন | ,, | শিক্ষক প্রতিনিধি | উ:বি: |
৫ | মোঃ সিরাজুল ইসলাম | ,, | অভিভাবক | |
৬ | হাসি বেগম | ,, | বিদ্যোৎসাহী | |
৭ | শিল্পী বেগম | ,, | অভিভাবক | |
৮ | আঃ রউফ | ,, | ওয়ার্ড মেম্বার | |
৯ | দিপালী রাণী সরকার | ,, | অভিভাবক | |
১০ | মুহাম্মদ শামছুল মোল্লা | ,, | শিক্ষক প্রতিনিধি | স:প্রা:বি: |
১১ | রওশনা আক্তার | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
সাল ২০১০ ২০১১ ২০১২ ২০১৩ ২০১৪ | অংশগ্রহণ ১২ ০৬ ০৯ ১৯ ১১ | পাশের সংখ্যা ০৭ ০৬ ০৯ ১৯ ১১ | পাশের হার ৫৮% ১০০% ১০০% ১০০% ১০০% |
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% অর্জিত হয়েছে।
সুসজ্জিত শ্রেণী কক্ষ, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি। সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% ধরে রাখা, মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণের যাবতীয় পদক্ষেপ সমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা । মিড ডে মিল চালু করা সহ বিদ্যালয়টিকে এক শিফটে পরিচালনা করা।
উপজেলা শিক্ষাঅফিস হতে আনুমানিক ১৫ কি.মি দক্ষিণ দিকে (সি,এন,জি, অটোরিক্সা যোগে) বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস