বিদ্যালয়টি শ্রীধরনগর গ্রামে অবস্থিত এটি মেইন রাসত্মা হতে ভিতরে এই বিদ্যালয়টি পয়লা ইউনিয়নের অন্তুভূক্ত। বিদ্যালয়ে দু’টি ভবন আছে একটি একতলা অপরটি দোতলা। বিদ্যালয়ের সামনে একটি বাগান আছে ও একটি টিউবওয়েল আছে। ক্লাশরম্নম ৫টি অফিস রুম ১টি মোট শিক্ষক-শিক্ষিকা-৬জন। |
১৯৬৮ সালে শ্রীধরনগর গ্রামের কয়েজ জন গন্যমান্য ব্যক্তি সিদ্ধামত্ম নেন । এই গ্রামে একটি স্কুল প্রয়োজন। প্রথমে ৪ জন শিক্ষক নিয়ে স্কুলটি রেজিষ্টারে অমত্মভূক্ত করে চালু করা হয়। পরবর্তীকালে ১৯৬৯ সালে স্কুলটি নির্মান করা টিন ও কাঠ দ্বারা। পরবর্তীতে স্কুলটি পাকা করে সরকারী ভাবে এবং সবকিছু সরকার বহন করেন। স্কুলটি ৩৩ শতাংশে স্থাপন করা হয়। এটি দান সূত্রে নেয়া হয়। শিক্ষক ছিলেন ১। গোপাল চন্দ্র সাহা ২। দৌলতননাহার ৩। কৃষ্ণ সরকার ৪। লুৎফর রহমান |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু শ্রেণী | ১৪ | ১৪ | ২৮ |
১ম শ্রেণী | ১১ | ১১ | ২২ |
২য় শ্রেণী | ১৯ | ১২ | ৩১ |
৩য় শ্রেণী | ১৩ | ১৪ | ২৭ |
৪র্থ শ্রেণী | ১২ | ১১ | ২৩ |
৫ম শ্রেণী | ১৭ | ১০ | ২৭ |
জনাব আব্দুল আজিজ প্রধান জনাব মমতাজ বেগম জনাব আব্দুস ছালাম জনাব মোঃ নবীন শেখ জনাব মহেলা বেগম জনাব মেহেরম্নন বেগম জনাব নাজমা বেগম জনাব ফজলুল হক জনাব সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী জনাব তাহমিনা আক্তার জনাব রফিজা খাতুন | সভাপতি সদস্য ’’ ’’ ’’ ’’ ’’ ’’ ’’ ’’ সদস্য সচিব |
সন ২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | অংশগ্রহনকারীর সংখ্যা ২২ ১৫ ১৩ ১৬ ১৯ | পাশ ১৩ ১৫ ১৭ ৯ ১৯ |
কিছু অংশ পায়ে হেটে এবং কিছু অংশ গাড়ীতে যাতায়াত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস