বানিয়াজুরী সরকারী প্রাথমিক বিদ্যারয়
বিদ্যালয়ের জমির পরিমান 33 শতাংশ। বতমানে বিদ্যালয়ে 3 টি পাকা ভবন ও 1 টি টিনসেট ঘর আছে। বিদ্যালয়ের কক্ষ সংখ্যা 11 টি বিদ্যালয়ের সামনে 1 টি খেলার মাঠ আছে। বিদ্যালয়ের শিশু শেণ্রী হতে 5ম শেনী পযন্ত মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা 745 জন। করমোরত শিক্ষক 11 জন। দপ্তরী কাম নৈশ প্রহরী পদে একজন করমোরত আছে। একজন আয়া আছে।
বিদ্যালয়টি 1925 সাল থেকে বিভিন্ন স্থানে পর্যায় ক্রমিক ভাবে ধাপিত হয়ে বানিয়াজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নিকট থেকে পাওয়া 33 শতাংশ জমিতে বর্তমান অবস্থায় বিদ্যালয়টি অবস্থিত।
ক্রমিক নং নাম পদবী ক্যাটাগরি
01 জনাব মোঃ হাবিবুর রহমান সভাপতি বিদ্যোৎসাহী
02 “ মোঃ ওহাব আলী সহ-সভাপতি অভিভাবক
03 “ মোঃ আওলাদ হোসেন সদস্য শিক্ষক প্রতিনিধি, উ: বি:
04 “ জনাব মোঃ দেলোয়ার হোসেন সদস্য ওয়ার্ড মেম্বার
05 “ মমতাজ বেগম “ বিদ্যোৎসাহী
06 ” মোঃ আজাহার আলী “ অভিভাবক
07 “ রোকেয়া হোসেন “ অভিভাবক
08 “ সেলিনা আক্তার “ অভিভাবক
09 “ নাজমা আক্তার “ শিক্ষক প্রতিনিধি, স: প্রা: বি:
10 “ মোঃ বাবুল মিয়া সদস্য সচিব পরধান শিক্ষক
2010 সালে মোট 57 জন পরীক্ষার্থী ছিল, কৃতকার্য হয়েছে 57 জন, পাশের হার 100%
2011 সালে মোট 77 জন পরীক্ষার্থী ছিল , “ “ 77 “ . “ “ 100%
2012 সালে মোট 91 “ “ “ “ “ 91 “ “ “ 100%
2013 সালে মোট 67 “ “ “ “ “ 67 “ “ “ 100%
2014 সালে মোট 80 “ “ “ “ “ 78 “ “ “ 100%
2011 সনে ট্যালেন্টপুল বৃত্তি 01 জন, সাধারন বৃত্তি 01
2012 সনে “ “ 02 ” , “ “ 02
2013 সনে “ “ 00 “ “ “ 01
2014 সনে “ “ 00 “ “ 00
বিভিন্ন পর্যায়ে বিদ্যালয়টি বিভাগীয় 1ম জাতীয় পর্যায়ে 2য় স্থান অর্জন করে। বিদ্যালয়ের কাবদল বিভিন্ন সময়ে থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন স্থান অর্জন করে। কাব শিক্ষক ও বিভিন্ন সময়ে থানা, জেলা, বিভাগ পর্যায়ে 10 স্থান অর্জন করেন।
সুসজ্জিত শেণ্রী কক্ষ ছাত্র/ছাত্রীদের জন্য আলাদা টয়েলেট, উপস্থিতির হার বৃদ্ধি সমাপনী পরীক্ষার পাশের হার 100% উন্নত করা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ যাবতীয় পদক্ষেপ সমূহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা এবং বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয়ের রুপে পরিচালনা করা।
মানিকগঞ্জ সদর হতে বানিয়জুরী বাসষ্ট্যান্ড নেমে উত্তর দিকে রিক্সা অথবা ট্যাম্পু যোগে।
ক্রমিক নং ছাত্র/ছাত্র/ছাত্রীর নাম ফলালফল
01 মোঃ রুবাই হাসান জিপি-এ 5.00
02 মোহাম্মদ আলী “ 5.00
03 ফেরদৌসি ইসলাম “ 5.00
04 সিরাজুল ইসলাম ” 5.00
05 এলমা আক্তার “ 5.00
06 পুজা মন্ডল “ 5.00
07 কামরুন্নাহার কাজল ” 5.00
08 সাদ্দাফ রেজালাম “ 5.00
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস