১৮৯১ সাল থেকে ৪জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসে। ২০০৩ সাল পর্যমত্ম সমাঝে মধ্যে এই বিদ্যালয় থেকে বৃত্তি লাভ করে। পরবর্তীতে শিক্ষক সংকট থাকায় শুধু ১০০% পাশ নিশ্চিত হয়। বর্তমানে ৬ জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। |
১৮৯১ সালে স্থাপিত বিদ্যালয টি ধুলন্ডী গ্রামের উত্তর প্রামেত্ম বাবু অভয় চরন সরকার মহোদয়ের বাড়ীতে বেসরকারী ভাবে বিদ্যালয়টি স্থাপিত ছিল। উক্ত জায়গায় সরকারি ভূমি না থাকার কারনে পরবর্তীতে বাবু বোদারনাথ কর বর্তমানে বিদ্যালয়ের জায়গা সরকারের নামে হস্তান্তরকরেন। প্রথম অবস্থায় বিদ্যালয়টি টিনসেড ছিল। পরবর্তীতে ১৯৯১ সালে প্রথম বিল্ডিং স্থাপিত হয় অতপর পিডিবি দুই এর আজ্ঞায় ২০০৬-২০০৭ অর্থ বছরে দ্বিতল ভবন স্থাপিত হয়। |
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ৪০ |
প্রথম শ্রেণী | ৪০ |
দ্বিতীয় শ্রেণী | ৪৫ |
তৃতীয় শ্রেণী | ৫৭ |
চতুর্থ শ্রেণী | ৪৪ |
পঞ্চম শ্রেণী | ২৩ |
সর্ব মোট | ২৪৯ |
এডহক কমিটির মাধ্যমে এবং শিক্ষক অভিভাবক সমিতির মাধ্যমে বিদ্যালয় পরিচালিত হচ্ছে। |
২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ৮৬% ২০১০ - ১০০% ২০১১ - ১০০% |
দুর্গম এলাকা বিদ্যালয়ের পিছুন দিয়ে কাঁচা রাস্তা পায়ে হেটে চলতে হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস