বিদ্যালয়টি ১৮৫১ইং সালে স্থাপিত হয়। বিদ্যালয়ে দলিল কৃত বৈধ জমির পরিমান ৩৩ শতাংশ। বিদ্যালয়টি ২ তল ফাউন্ডেশনের উপর ১ তল সম্পূর্ন্ন হইয়াছে। ইহা সসম্পূর্ণ পাকা দালান। বিদ্যালয়ের দক্ষিনেখোলা এবং ছোট একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়টি মুক্ত পরিবেশে বিদ্যুতের সুব্যবস্থা আছে। বারান্দা সহ ৩টি শ্রেণী কক্ষ ১টি অফিস রুম আছে। |
অত্র এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশ সৃষ্টির লেক্ষ্য এলাকার মানুষের মতামতের ভিত্তিতে জনাব, আলীমুদ্দিন খান তার নিজস্ব জমিতে ১৮৫১ সালে বিদ্যালয়টি স্থাপন করেন এবং তার মৃত্যুরপর তার ছেলে জনাব ফজলুর রহমান খান এবং লতিফ খান বিদ্যালয়টি জাতীয় করনের সময় কমিটি সরকারকে হস্তান্তর করেন। |
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ১৩ |
প্রথম শ্রেণী | ৩১ |
দ্বিতীয় শ্রেণী | ৩০ |
তৃতীয় শ্রেণী | ৩৭ |
চতুর্থ শ্রেণী | ৩৪ |
পঞ্চম শ্রেণী | ২৫ |
সর্ব মোট | ১৭০ |
জনাবা মোঃ মনোয়ার আলী খান | সভাপতি |
জনাব খোদেজা খানম | বিদ্যোৎসাহী মহিলা |
জনাব মোঃ আফজাল হোসেন (জকি) | জমিদাতা |
জনাব মোঃ তাহেরা খাতুন | শিÿক প্রতিনিধ |
জনাব মোঃ হাসিয়া বেগম | মেধা কোঠায় নির্বাচিত সদস্য |
জনাব শামত্মা শিকদার | সদস্য |
জনাব লাভলী বেগম | সদস্য |
জনাব খোরশেদ আলম | সদস্য |
জনাব মোঃ নূরম্নল ইসলাম | সদস্য |
জনাব মোঃ আলাল উদ্দিন | ইউ.পি সদস্য |
জনাব মোঃ আনোয়ারা বেগম | মহিলা শিÿক |
জনাব মোঃ ইদ্রিস আলী | সদস্য সচিব |
২০০৭ - ১০০% ২০০৮ - ৯৫% ২০০৯ - ৮০% ২০১০ - ৮০% ২০১১ - ১০০% |
ট্যালেন্টপুল সাধারণ সাল সংখ্যা ০১ - ২০১০ইং ১ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস