বিদ্যালয়ের মোট জমির পরিমান 81 শতাংশ। জমিদাতা মৃত-মোঃ মোখছেদ দেওয়ান। বর্তমানে 01টি মাত্র টিন সেট ভবন আছে। বিদ্যালয়ের কক্ষের সংখ্যা 04 টি। সামনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে শিশু শ্রেনী থেকে 5ম শ্রেনী পর্যন্ত মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা 186 জন। কর্মরত শিক্ষক 04 জন। দপ্তরী কাম নৈশ প্রহরী পদে একজন কর্মরত আছ। বিদ্যালয়টি উপজেলার মধ্যে 28 নম্বর ও বি” গ্রেড ভুক্ত।
এলাকার জনগরেন নিজেস্ব উদ্যোগে 1909 সালে তীর্থঘাটা গ্রামের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী 1973 সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। এবং শিক্ষকদের চাকুরী সরকারীকরণ করা হয়।
ক্রমিক নং নাম পদবী ক্যাটাগরি
01 জনাব মোঃ হায়দার রহমান সভাপতি বিদ্যোৎসাহী
02। “ মোঃ মোসলেম উদ্দিন সহ-সভাপতি জমিদাতা
03। ” মোঃ আব্দুল বাতেন সদস্য অভিভাকক
04। “ মোঃ দেলোয়ার হোসেন সদস্য অভিভাবক
05। ” সাফিযা বেগম সদস্য “
06। “ ফাহিমা বেগম সদস্য “
07। “ মোঃ ইস্কান্দার মির্জা “ উচ্চ: বি: প্রতিনিধি
08। ” বিথী আক্তার “ মহিলা বিদ্যোৎসাহী
09। “ মোঃ আব্দুল হাই “ শিক্ষক প্রতিনিধি
10। “ মোঃ আব্দুল হানিফ সদস্য ইউপি: সদস্য
11। “ মোঃ সিরাজুল ইসলাম সদস্য সচিব প্রধান শিক্ষক
সন অংশগ্রহনকারীর সংখ্যা কৃতকার্যের হার পাশের হার
2010 24 17 71%
2011 20 19 95%
2012 11 11 100%
2013 28 28 100%
2014 22 22 100%
নাই
বিদ্যালয়ে যাতায়াতের শিক্ষার্থী জন্য আলাদা টয়লেট সুসজ্জিত সকল পরীক্ষার ফলাফল সন্তোষজক। প্রাথমিক সমাপনী পরীক্ষার পাশের হার 100% অর্জিত হয়েছে। নিয়মিত মা সমাবেশ করা হয়।
বিদ্যালয়ে যাতায়াতের শিক্ষার্থী জন্য আলাদা টয়লেট সুসজ্জিত সকল পরীক্ষার ফলাফল সন্তোষজক। প্রাথমিক সমাপনী পরীক্ষার পাশের হার 100% অর্জিত হয়েছে। নিয়মিত মা সমাবেশ করা হয়।
28 নং তীর্থঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। গ্রামঃ নয়াচর, পোঃ কেল্লাই, থানাঃ ঘিওর, জেলাঃ মানিকগঞ্জ। উপজেলা শিক্ষক অফিস হতে আনুমানিক 12/12 কিলোমিটার পূর্ব দিকে বানিয়াজুরী বাস যোগে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
ক্রমিক নং ছাত্র/ছাত্রীর নাম ফলাফল
01 মোঃ আল-আমিন 4.00
02 সোনিয়া আক্তার 4.00
03 আবুল হাসান 3.67
04 মোঃ শান্ত বেপারী 3.67
05 মোঃ লিখন দেওয়ান 3.58
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস