মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলাধীন নালী ইউনিয়নের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কলতা অভয়াচরণ বহুমূখী উচ্চ বিদ্যালয়। কালের আবর্তে হারিয়ে যাওয়া প্রমত্ত কান্তাবতী নদীর তীরে এবং ঝিটকা-মনিকগঞ্জ পাকা সড়কের পার্শ্বে নিরিবিলি শান্ত মনোরম পরিবেশে এর অবস্থান। প্রতিবছর অত্র বিদ্যালয় হতে অনেক ছাত্রছাত্রী পাবলিক পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ২টি পাকা দালান, ২টি টিনশেড ঘর, ৪টি টয়লেট, ৩টি নলকুপ ও একটি উন্মুক্ত খেলার মাঠ রয়েছে।
তদানিন্তন বৃটিশ শাসন আমলে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু পৃথিশ চন্দ্র সেন অত্র উপজেলার নালী গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন বিদ্যালয়টি মধ্য ইংরেজী বিদ্যালয় হিসেবে পরিচিত ছিল। তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গের মধ্যস্থতায় সহজ যোগাযোগের স্থান হিসেবে বর্তমান স্থানে অর্থাৎ কলতা গ্রামে ১৯৩৮ সনে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। পাকিস্তান শাসনামলে ১৯৫৪ সালে এটি জুনিয়র হাই স্কুল হিসেবে আত্নপ্রকাশ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকাবাসীর মধ্যে শিক্ষার ব্যাপক প্রসারতা বৃদ্ধি পায়। ছাত্র-শিক্ষক-এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে অসাধারন ফলাফলের জন্য বিদ্যালয়টি অল্প দিনেই সকলের নজর কাড়ে। ১৯৭০ ইং সালে অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী বৎসরে এটি উচ্চ বিদ্যালয় পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত মোট ছাত্র /ছাত্রীর সংখ্যা ৮০৫ জন। বিদ্যালয়ের এম.পি.ও ভূক্ত শিক্ষকের সংখ্যা ১৩ জন, খন্ডকালীণ শিক্ষকের সংখ্যা ০৪ জন, ০১ জন অফিস সহকারী, ০১ জন অফিস পিওন, ০১ জন আয়া, ০১ জন নাইটগার্ড, ও ০১ জন ঝাড়ুদার সহ সর্বমোট ২২ জন অফিস ষ্টাফ কর্মরত আছে। কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার গুণগতমান উত্তোরত্তোর বৃদ্ধি পাচ্ছে।
শ্রেণী | ক শাখা (ছাত্র) | খ শাখা (ছাত্রী) | মোট |
৬ষ্ঠ | ৯১ | ১১০ | ২০১ |
৭ম | ৬৭ | ৭১ | ১৩৮ |
৮ম | ৮১ | ১২০ | ২০১ |
৯ম | ৪৬ | ৯০ | ১৩৬ |
১০ম | ৭০ | ৫৯ | ১২৯ |
মোট | ৩৫৫ | ৪৫০ | ৮০৫ |
ক্রমিক | নাম | পদবী | মোবাইল |
১ | মঞ্জুর আলম খান
| সভাপতি | ০১৭১১০৪০৭২৬ |
২ | মো: মাসুদুল ইসলাম
| শিক্ষক প্রতিনিধি | ০১৭১৬৪৮৭৮৪৬ |
৩ | মো: সাইফুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি | ০১১৯১৩১২৯৩২ |
৪ | সনজু সরকার | শিক্ষক প্রতিনিধি | ০১৭৩৪৪১৮০৪৪ |
৫ | আজাহার আলী | অভিভাবক সদস্য | ০১৭৩৯৫০৮৬০৩ |
৬ | আব্দুল কাদের | অভিভাবক সদস্য | ০১৭১৮৭৫০৩৩০ |
৭ | নারায়ন চন্দ্র মন্ডল | অভিভাবক সদস্য | ০১৭১৪৪১৬৭৩৫ |
৮ | মো: আজম খান | অভিভাবক সদস্য | ০১৭২২০৭৩০৫৭ |
৯ | হাসিনা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১৭৫৯৭৮২২৮৯ |
১০ | সুশিল কুমার সাহা | দাতা সদস্য | ০১৭১৫৫২৭৪১৭ |
১১ | মো: শামীম মিয়া | কো-অপ্ট সদস্য | ০১৭১৭৭৫৩০৯১ |
১২ | মো: এনায়েত উল্লাহ | সদস্য সচিব | ০১৭৩৩৯১৪৪৩৫৫ |
এস.এস.সি জে.এস.সি
সন | পরীক্ষার্থী | পাশ | % |
| সন | পরীক্ষার্থী | পাশ | % |
২০১১ | ১৪৭ | ১০৮ | ৭৩.৪৭ |
| ২০১১ | ১৯৯ | ১৪২ | ৭১.৩৬ |
২০১০ | ১২৯ | ৭৮ | ৬০.৪৭ |
| ২০১০ | ১২৫ | ৮৯ | ৭১.০২ |
২০০৯ | ৭৭ | ৬৭ | ৮৭.০১ |
|
| |||
২০০৮ | ৯৩ | ৮০ | ৮৬.০২ |
|
| |||
২০০৭ | ১৪৭ | ৯০ | ৬১.২২ |
|
|
২০১১ইং সালে জুনিয়র বৃত্তি: ট্যালেন্টপুলে ০৫ জন, সাধারণ ০১ জন।
১৯৭৭ইং সালে বাণিজ্য বিভাগ হতে বোর্ডে ৭ম স্থান এবং প্রতি বৎসর বিভিন্ন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ সহ ভাল ফলাফল করে আসছে।
মো: এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মানিকগজ্ঞ জেলা সদর হতে পশ্চিমদিকে ১৭কি:মি: দূরত্বে বিদ্যালয়টির অবস্থান। সড়ক পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হইতে মানিকগঞ্জ-ঝিটকা রুটের যেকোন পরিবহনে কলতা বাজার নামক ষ্টেশনে নেমে ১০০ গজ পূর্বদিকে পায়ে হেটে বিদ্যালয়ে পৌছানো যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস