সংক্ষিপ্ত বর্ণনা বিদ্যালয়টি এক তলা বিশিষ্ট দুই টি পাকা ভবন , সামনে খেলার মাঠ,পিছনে পুকুর,শিশু শ্রেণি হইতে ৫ম শ্রেণি পর্যমত্ম,দুই শিফট ।কক্ষ সংখ্যা ৬টি,শিক্ষকের অনুমোদিত পদ ৬টি,কর্মরত শিক্ষক ৪জন,দপ্তরী কাম নৈশপহরী পদে এক জন কর্মরত আছে।
১৯৯৪৮ খ্রিঃ শ্রীযুক্ত ব্যামাচরন দাস গুপ্তের দান কৃত ৫১ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি এলাকার ছেলে মেয়েদেও শিক্ষা দানে নিয়োজিত।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী |
০১ | মোঃ হালিম মোলস্না | সভাপতি | বিদ্যোৎসাহী |
০২ | মোঃ লাভলু মোলস্না | সহ সভাপতি | অভিভাবক |
০৩ | মোঃ ফজলুর রহমান | সদস্য | অভিভাবক |
০৪ | মোঃ আক্কাস আলী | সদস্য | শিক্ষক প্রতিনিধি |
০৫ | মোঃ আবু তালেব | সদস্য | ইউ পি সদস্য |
০৬ | রিমা আহম্মেদ | সদস্য | বিদ্যোৎসাহী |
০৭ | সেলিনা বেগম | সদস্য | অভিভাবক |
০৮ | মোসলেমা বেগম | সদস্য | অভিভাবক |
০৯ | আতিকা শিউলী | সদস্য | শিঃ প্রতিনিধি |
১০ | সানিয়া তালুকদার | সদস্য সচিব | প্রধান শিক্ষক(ভার প্রাপ্ত) |
সন | অংশ প্রহন কারী | কৃতকার্যের সংখ্যা | অকৃত কার্যের সংখ্যা | পাসের হার |
২০১০ | ২৯ | ১৪ | ১৫ | ৪৮.৪৮% |
২০১১ | ২৯ | ২৮ | ১ | ৯৭% |
২০১২ | ২৯ | ২৯ |
| ১০০% |
২০১৩ | ৩২ | ৩২ |
| ১০০% |
২০১৪ | ৩৪ | ৩২ | ২ | ৯২% |
বিদ্যালয়ের সকল পরীক্ষর ফলাফল সমেত্মাষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% অর্জিত হয়েছে।
সজ্জিত শ্রেণি কক্ষ,ছাত্র/ছাত্রীদের জন্য আলাদা টয়লেট,উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% ধরে রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চত করণের যাবতীয় পদক্ষেপ সমুহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা, মিডডে-মিল চালুকরাসহ বিদ্যালয়টিকে এক শিফটে পরিচালনা করা।
মৌহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রামঃ মৌহালী, পোঃ বড়টিয়া, উপজেলাঃ ঘিওর, জেলাঃ মানিক গঞ্জ।
ক্রমিক নং | ছাত্র/ছাত্রীর নাম | ফলাফল |
০১ | সাবিনা ইয়াসমিন | জিপিএ ৪.৮৩ |
০২ | পূজা আচার্য্য | জিপিএ ৪.৫০ |
০৩ | মাসুদ রানা | জিপিএ ৪.৬৭ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস