এলাকার জনগণের উদ্যাগে 1983 খ্যী ঘিওর আদর্শ বেসঃ প্রাঃ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 2013 খ্রীষ্টাব্দে বিদ্যালয়টি জাতীয়করণ করাা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারী করণ করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
1 | আলী ইকবাল বাহার | সভাপতি |
2 | মোঃ আব্দুল সোবহান | সহঃ সভাপতি |
3 | আব্দুল মতিন | দাতা সদস্য |
4 | শেফালী সরকার | সদস্য |
5 | চায়না বেগম | মাধ্যমিক শিক্ষক সদস্য |
6 | রুনা আক্তার | সদস্য |
7 | জসীম উদ্দিন মিয়া | সদস্য |
8 | ইয়াসিন মিয়া | সদস্য |
9 | নুরু মিয়া | ইউপি সদস্য |
10 | দোলা রায় | শিক্ষক প্রতিনিধি |
11 | ফাতেমা খাতুন | সদস্য সচিব |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 07 | 03 | 42.9% |
2011 | 10 | 10 | 100% |
2012 | 18 | 16 | 98% |
2013 | 20 | 19 | 99% |
2014 | 19 | 17 | 98% |
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল মোটামুটি সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার 99% অর্জিত হয়েছে।
ভবিষ্যত পরিকল্পনা সুসজ্জিত শ্রেনী কক্ষ, ছাত্র ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষার পাশের হার 100% ধরে রাখ সহ জিপিএ 5প্রাপ্তির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ সমুহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নসয়নে উধ্র্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা।
ঘিওর উপজেলঅ শিক্ষা অফিস হতে আনুমানিক ১ কিঃ মিঃ পশ্চিম দিকে রিক্সা বা অটোরিক্সা যোগে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস