মোট জমি ১২৮ শতাংশ, এর মধ্যে ৭৭ শতাংশ জমির উপর খেলার মাঠ, ১০ শতাংশ অন্যান্য ও ৪১ শতাংশ জমির উপর ৪টি চৌচালা টিনের ঘর বিশিষ্ট বিদ্যালয় ভবনটি অবস্থিত। উক্ত ভবনে ৭টি শ্রেণী কক্ষ, ১টি লাইব্রেরী রয়েছে।
বাঙ্গালা ডাঃ গনি সাহেরা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব প্রফেসর ডাঃ এ, এস, এম, এ রায়হান, বিভাগীয় প্রধান, গ্যাসট্রোএন্টারোলজী, বঙ্গুবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং দাতা জনাব সুলতানা নাসিরা খান, যুগ্মসচিব,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিদ্যালয়টি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ০১/০১/২০০৮ইং হতে অনুমতি ও স্বীকৃতি প্রাপ্ত হয়ে ৩১/০৫/২০১০ তারিখে এম,পি,ও ভূক্ত হয় এবং ০১/০১/২০১১ইং হতে নবম শ্রেণীর পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়।
৬ষ্ঠ শ্রেণী-৫৮ ৭ম শ্রেণী-৭১ ৮ম শ্রেণী-৬১ ৯ম শ্রেণী-১৮ ১০ম শ্রেণী-২১ |
জনাব সুলতানা নাসিরা খান সভাপতি
স্বপন কুমার সরকার শিক্ষক প্রতিনিধি
মোঃ ফিরোজ মিয়া অভিভাবক সদস্য
দুলাল চন্দ্র সরকার সদস্য সচিব
পরীক্ষার নাম সন পরীক্ষার্থী পাশ
জে,এস, সি - ২০১০ ২৪ ১১
ঐ ২০১১ ৩৬ ১৬
প্রধান শিক্ষক, বাঙ্গালা ডাঃ গনি সাহেরা উচ্চ বিদ্যালয়, গ্রাম ও পোঃ বাঙ্গালা, ইউনিয়ন-পয়লা, উপজেলা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ। ঘিওর বাসষ্ট্যান্ড হতে রিক্সা/মোটর সাইকেল/অটো রিক্সাযোগে বাঙ্গালা বাজার ও বাঙ্গালা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১০০ গজ পূর্ব দিকে বিদ্যালয় ভবন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস