বিদ্যালয়টিতে ২টি ভবন অবস্থিত এর একটি আধাপাকা ভবন এবং অপরটি PEDP-II এর আওতায় নির্মিত একটি পাকা ভবন। বিদ্যালয়ে মোট ৫টি কক্ষ আছে যার মধ্যে চারটিতে শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষক কর্মরত আছেন এবং শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যমত্ম মোট ২১৫ জন ছাত্র-ছাত্রী লেখা পড়া করছে।
বালিয়াখোড়া গ্রামের হিতৌষী ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৬৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি রেজিঃ প্রাপ্ত হয় ১৯৬৯ সালে এবং জাতীয়করন করা হয় ১৯৭৩ সালে। বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে বাবু রমনীকামত্ম ভৌমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জমি দান করেন।বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আঃ ছামাদ মিয়া (১৯৬৭-১৯৬৯ পর্যমত্ম)। প্রতিষ্ঠার সূচনাতে ৪ জন শিক্ষক ৫০ থেকে ৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে ২ কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘরে যাত্রা শুরম্ন করেলেও বর্তমানে ২টি বিল্ডিং এর ৫টি কক্ষ ২১৫ জন ছাত্র-ছাত্রীর জন্য ৬ হন শিক্ষক শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন।
শ্রেণী |
সংখ্যা |
শিশু শ্রেণী | ৩০ জন |
১ম শ্রেণী | ৩৭ জন |
২য় শ্রেণী | ৩১ জন |
৩য় শ্রেণী | ৫০ জন |
৪র্থ শ্রেণী | ৩৬ জন |
৫ম শ্রেণী | ৩১ জন |
সভাপতিঃ মোঃ ইসতিয়াক হোসেন বিপ্লব |
সরকারি সর্বশেষ পরিপত্র অনুযায়ী ২১/০৯/২০১০ইং তারিখে ১২ সদস্য বিশিষ্ট বর্তমান পরিচালনা পর্ষদ গঠিত হয়। |
সাল পাশের হার ২০০৭ - ১০০% ২০০৮ - ৯৬% ২০০৯ - ১০০% ২০১০ - ১০০% ২০১১ - ১০০% |
২০১১ সালে বিদ্যালয়টি থেকে ৪ জন ছাত্র-ছাত্রী বৃত্তি প্রাপ্ত হয়। তারমধ্যে ট্যালেনপুলে বৃত্তি প্রাপ্ত ৩ জন এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত ১ জন। |
বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা সুগম। উপজেলা সদর হতে পূর্ব দিকে ৮ কিলোমিটার দুরত্বে বালিয়াখোড়া বাজার সংলগ্ন বালিয়াখোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস