বিদ্যালয়টি ১ তলা বিশিষ্ট দক্ষিনমূখী একটি বিল্ডিং যার ৩টি শ্রেণী কক্ষও ১টি অফিস রুম বিদ্যমান। সামনে খোলা যায়গা। তারপরে কাঁচা রাস্তা যাহা দ্বারা ছাত্র/ছাত্রীরা ও লোকজন যাতায়ত করে। তার দক্ষিনে ফসলের মাঠ। বিদ্যালয়টি অবস্থিত ও নিচু যায়গায়। বিদ্যালয়টির চারিদিকে কাঠ গাছ ও ফলের গাছ দ্বারা পূর্ব দিকে টিওবয়েল ও পয় নিস্কাশনের ব্যবস্থা আছে। উত্তর দিকে ইছামতির শাখা নদী (খিরাই) নদী প্রবাহিত। বিদ্যালয়ে কোন খেলার মাঠ নাই। উপজেলা থেকে ১৮ কিঃমি দক্ষিনে অবস্থিত। |
১৯৭০ সনে ৩জন শিক্ষক কিছু ছাত্র/ছাত্রী সংগ্রহ করে নিজ টাকায় কিছু জায়গা ক্রয় করে ছোট একটি টিনের ঘর তোলে শিক্ষার কাজ পরিচালনা করে পরবর্তীতে কিছু শিক্ষানুরাগী ব্যক্তি বিদ্যালয়টির জন্য ৩৩ শতাংশ জায়গা দান করে এবং একটি বড় টিনের ঘর তোলে। ১৯৭৩ সনে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়। কিছু দিন পর বিদ্যালয়টি ঝড়ে ভেঙ্গে যায়। এমত অবস্থায় টিন দ্বারা ছাপড়া ঘর তোলে কয়েক বৎসর শিক্ষার কাজ পরিচালিত হয়। ১৯৯৭/৯৮ সনে সরকার কর্তৃক ১ তলা বিশিষ্ট ১টি বিল্ডিং তৈরী ২য়। যার ভিতর ৩টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস রুম অবস্থিত। বর্তমানে ৪জন শিক্ষক কর্মরত আছেন। |
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ২২ |
প্রথম শ্রেণী | ২৩ |
দ্বিতীয় শ্রেণী | ২৬ |
তৃতীয় শ্রেণী | ৩৩ |
চতুর্থ শ্রেণী | ৩৪ |
পঞ্চম শ্রেণী | ২০ |
সর্বমোট = | ১৫৮ |
মোঃ নওয়াব আলী সভাপতি
মোঃ রফিকুল ইসলাম সহ সভাপতি
বাবু মনীন্দ্র কুমার মন্ডল সদস্য
মোঃ গোলজার সদস্য
সালেহা বেগম সদস্য সদস্য মহিলা
মোঃ সাজাহান খান সদস্য
মানিক বিশ্বাস সদস্য
কোহিনুর বেগম সদস্য
ফরিদা ইয়াসমিন সদস্য
সুভাষ রাজবংশী সদস্য
মোঃ আমির আলী সরকারী প্রাঃ বিঃ এর শিক্ষক
বিমল কুমার দে সরকার সদস্য সচিব
২০০৭ - ৯৬%
২০০৮ - ১০০%
২০০৯ - ১০০%
২০১০ - ৭৬.৭৬%
২০১১ - ১০০%
সাধারন গ্রেড ৩ জন বৃত্তি প্রাপ্ত।
বর্তমান বর্ষে (২০১১) পাশের হার ১০০%
দূর্গম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস