প্রতিষ্ঠানটি ঘিওর উপজেলার অন্তর্গত সিংজুরী ইউনিয়নের চরমাইজখাড়া গ্রামে অবস্থিত।
বিগত ০১/০১/২০০৮ ইং সনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আব্দুর রাশেদ খান সাহেব ও চরমাইজখাড়া গ্রামের গন্যমান্য মুরববীদের নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তাদের মধ্যে ছিলেন মোঃ মিনহাজ উদ্দিন মোঃ বুারর আলী মোঃ আব্দুল কুদ্দুস মোঃ নাজিমুদ্দিন মোঃ আকতার হোসেন। প্রতিষ্ঠানটি ২০১১ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক প্রাথমিক পাঠদানের অনুমতি লাভ করে অদ্যবধি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ০৬ | ১৬ | ২২ |
৭ম | ১০ | ০৮ | ১৮ |
৮ম | ২৪ | ০৯ | ৩৩ |
১। জনাব মোঃ আব্দুর রাশেদ খান সভাপতি
২। জনাব মোঃ মিনহাজ উদ্দিন সদস্য জেলা প্রশাসক কর্তৃক মনোনীত
৩। জনাব মোঃ আকতার হোসেন সদস্য জেলা প্রশাসক কর্তৃক মনোনীত
৪। জনাব মোঃ আবু সাঈদ সদস্য সংস্থা কর্তৃক মনোনীত
৫। জনাব মোঃ আব্দুস সালাম সদস্য সচিব
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হতে টেম্পু যোগে তরা পল্লী বিদ্যুত অফিসের মোড়ে নেমে রিক্সা করে পশ্চিম দিকে সোজা বিদ্যালয়ে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস