সংক্ষিপ্ত বর্ণনাঃ
বিদ্যালয়ে মোট জমির পরিমাণ ০.৩৬ একর। বিদ্যালয়ে একটি পাকাভবন ও একটি পাকালেট্রিন আছে। একটি টিউবয়েল আছে। শিক্ষক পদ ৪টি। কর্মরত ৩ জন।
অত্র এলাকার জনগনের আগ্রহে এবং বিদ্যালয় গমন উপযেগিী সকল শিশুদের শিক্ষাার লক্ষে বিদ্যানুরাগী গনের পক্ষ থেকে ১লা জানুয়ারী১৯৭২ ইং সনে নিমতা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। চার জন দাতা ০৯-১০-১৯৭৫ইং তারিখে বরাবর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার ঢাকা-কে ০.৩৬ একর জমি দান করেন। উক্ত দাতাগন হচ্ছেনঃ ১। মোঃ বেলায়েত হোসেন, ২। শ্রী সূর্য্য কুমার মন্ডল, ৩। শ্রী হরেন্দ্র কুমার মন্ডল, ৪।মোঃ নাজিমদ্দিন মোল্লা। পরে উহা রেজিনং ২১৩৭(৪) তারিখ ০৪-০৮-১৯৭৮ইং রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়।
০১ জানুয়ারি ২০১৩ ইং তারিখ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী “শেখ হাসিনা” জাতীয়করণ করেন। যাহা নিমতা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছে।
সুসজ্জিত শ্রেণীকক্ষ,ছাত্রছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি , সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% ধরে রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা। মিড ডে মিল চালু করা সহ বিদ্যালয়টিকে এক শিফটে পরিচালনা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস