বিদ্যালটি ঘিওর উপজেলা হতে সিংজরী সংযোগ রাস্তার সাথে অবস্থিত। দক্ষিন মুখি একতলা বিশিষ্ট পাকা ভবন আছে। এতে মোট চারটি কক্ষ আছে।
বিদ্যালয়টি 1938 সনে প্রতিষ্ঠিত হয়। জমিদাতা বলরাম সরকারে ঐকান্তিক প্রচেষ্ঠা ও প্রিশ্রমের ফসল এই বিদ্যালয়টি। অনেক নামী-দামী লোক এই বিদ্যালয়ে শৈশবে লেখা পড়া করেছেন।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
1 | মোঃ আলীম উদ্দিন | সভাপতি | বিদ্যোৎসাহী | |
2 | রতন মোল্লা | সহ সভাপতি | অভিভাবক | |
3 | গোপাল চন্দ্র মন্ডল | সদস্য | অভিভাবক | |
4 | আছমা বেগম | সদস্য | অভিভাবক | |
5 | রীনা বেগম | সদস্য | অভিভাবক | |
6 | ফরিদা বেগম | সদস্য | বিদ্যোৎসাহী | |
7 | মোঃ তারা মিয়া | সদস্য | ওয়ার্ড মেম্বার | |
8 | মোঃ আঃ খালেক | সদস্য | শিক্ষক | |
9 | আঞ্জুমান আরা | সদস্য | শিক্ষক প্রতিনিধি | |
10 | আবু বকর সিদ্দিক | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
সন | অংশগ্রহনকারী সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 19 | 15 | 78% |
2011 | 26 | 25 | 96% |
2012 | 26 | 26 | 100% |
2013 | 26 | 25 | 96% |
2014 | 28 | 23 | 82% |
বিদ্যালয়ের সকল পরিক্ষার ফলাফল সন্তোষজনক ও উপস্তিত হার 85%।
সুসজ্জিত শ্রেনী কক্ষ। ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার বৃদ্ধি করা। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা মিড ডে মিল চালু করা সহ ঝড়ে পড়া রোধ করা ।
চর বাইলজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
গ্রামঃ চর বাইলজুরী, পোষ্টঃ বাংগালা, উপজেলাঃ ঘিওর, জেলাঃ মানিকগঞ্জ।
প্রধান শিক্ষক
আবু বকর সিদ্দিক
নাম | ফলাফল |
আশরাফুল আহমেদ রাজু | 3.83 |
আপন চন্দ্র সরকার | 3.00 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস