বিদ্যালয়টিতে ২টি ভবন অবস্থিত। এর একটি আধাপাকা ভবন এবং অপরটি PEDP-এর আওতায় নির্মিত একটি পাকা ভবন। বিদ্যালয়ে মোট ৫টি কক্ষ আছে। যার মধ্যে চারটিতে শ্রেণী কার্যক্রম পরিচালিত হয় বিদ্যালয়টিতে ৩জন শিক্ষক কর্মরত আছেন এবং শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্তমোট ১৯০ জন ছাত্র/ছাত্রী লেখা পড়া করছে। |
|
|
আশাপুর গ্রামের হিতোষী ব্যক্তি বর্গের উদ্যোগে ১৯৩৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি রেজি প্রাপ্ত হয় ১৯৩৫ সালে এবং জাতীয় করন করা হয়। ১৯৭৩ সালে বিদ্যালয় প্রতিষ্ঠা কালীন প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ কফিল উদ্দিন সাহেব এবং জমি দাতা ছিলেন মোঃ জামাল উদ্দিন মাতববর।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী | ১৬ | ১৪ | ৩০ |
প্রথম শ্রেণী | ২৪ | ১৬ | ৪০ |
দ্বিতীয় শ্রেণী | ১৮ | ১৪ | ৩২ |
তৃতীয় শ্রেণী | ২০ | ১১ | ৩১ |
চতুর্থ শ্রেণী | ১২ | ১৪ | ২৬ |
পঞ্চম শ্রেণী | ১৯ | ১২ | ৩১ |
মোট = | ১০৯ | ৮১ | ১৯০ |
মোঃ সিরাজুল ইসলাম সভাপতি মোঃ ছোরহাব উদ্দিন সহ সভাপতি মোঃ রতন মিয়া সদস্য মোঃ বারেক মিয়া দাতা সদস্য মোঃ তাহেজ উদ্দিন সদস্য মোঃ আলাল মিয়া সদস্য হেলেনা বেগম সদস্য রেনুয়ারা বেগম সদস্য ও পি,টি,এ সভাপতি ও সদস্য বর্গদ্বারা বিদ্যালয় পরিচালনা হইতেছে। |
সাল পাশের হার%
২০০৭ - ১০০%
২০০৮ - ৮২%
২০০৯ - ৯২%
২০১০ - ৯৭%
২০১১ - ১০০%
৯ কি.মি- বাসে ৫ কি.মি রিক্সায় ২ কি.মি পায়ে হেঁটে ২ কি.মি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস