ঘিওর উপজেলার পটভূমিঃ
উনিশ শতকের প্রথম দিকে তেরশ্রীর জমিদার, শ্বয়াপুরের জমিদার, বিনোদপুরের জমিদারদের জমির অংশ বিশেষের মধ্য দিয়ে ইছামতি নামে এক বিশাল নদী চলমান ছিল। হঠাৎ করে নদীর মধ্যে চর জেগে উঠে চারুণভূমির সৃষ্টি হয়। তৎকালে ইছামতি নদীর দক্ষিণ পার্শ্বে কুস্তা গ্রামে ঘোষ সম্প্রদায়ের লোক বসবাস করতেন। ঘোষেরা উলেখিত চারুণভূমিতে গাভী পালন করেন এবং গাভীর দুগ্ধ হতে ‘‘ঘি’’ তৈরী করে কলিকতার বর্ণিকদের নিকট রপ্তানি করতেন। কলিকাতার বর্ণিকেরা ঘি শব্দের সঙ্গে ‘‘ওর’’ (আলয়) শব্দ যোগ করে ঘিওর এর নামকরণ করেন। কলিকতার বণিককেরা ঘি’র ব্যবসা করার জন্য ঘিওরে অবস্থান শুরু করেন এবং তাদের নিরাপত্তার স্বার্থে শিবালয় থানার মাধ্যমে ঘিওরে একটি পুলিশ নৌ ফাড়ি স্থাপন করা হয়। পর্যায়ক্রমে ঘিওরে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ও শিক্ষার প্রসার ঘটে এবং উলেখিত নৌ ফাড়িটি পর্যায়ক্রমে ১৯৩১ সনের ৭ নভেম্বর তারিখে থানায় উন্নিত হয়। যা পরবর্তীতে ১৯৮৩ সনের ১ আগষ্ট ঘিওর উপজেলাতে রূপান্তরিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS